
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার ২০তম ব্যাচের সদস্য এ জেড এম নূরুল হক এপ্রিল/২০১৮ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সিলেট সিটি কর্পোরেশনে কর্মরত আছেন।
বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে তিনি উপসচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কর্মরত ছিলেন। তার আগে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সিলেট জেলায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গোলাপগঞ্জ, কুলাউড়া ও সখীপুর উপজেলায় এবং ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে জামালপুর জেলায় এবং সহকারি কমিশনার (ভূমি) হিসেবে জৈন্তিয়াপুর উপজেলায় দায়িত্ব পালন করেন।
ক্যান্টনমেন্ট একজিকিউটিভ অফিসার হিসেবে তিনি সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। এছাড়া, বিসিএস প্রশাসন সার্ভিসে যোগদানের পূর্বে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে সহকারি পরিচালক হিসেবে কাজ করেন।
ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে এম এস-সি ডিগ্রি অর্জন করেন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক। তাঁর জন্ম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।
প্রধান নির্বাহী কর্মকর্তা এর বাণী
বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে সমগ্র পৃথিবীকে মানুষ নাগালের মধ্যে নিয়ে এসেছে। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ এর অন্যতম অনুষঙ্গ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কাজও সাফল্যের সাথে এগিয়ে চলছে। এ ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনও পিছিয়ে নেই। আপনারা জেনে আনন্দিত হবেন যে, সিলেট সিটি কর্পোরেশনকে আধুনিক, যুগপযোগী তথা এর সেবাসমূহকে জনসাধারনের জন্য সহজলভ্য করার লক্ষ্যে ইতিমধ্যেই এর নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে নগরবাসীগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তথা সকল স্থানের অধিবাসীগণ সিলেট সিটি কর্পোরেশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সেবা অতি সহজে পেতে সক্ষম হবেন। ওয়েবসাইটটি একদিকে যেমন সিলেট সিটি কর্পোরেশনের সেবাগ্রহণকারীগণের যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করবে অন্যদিকে এটি মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।
নাম | পদবী | কর্ম-পরিধি |
---|---|---|
বিধায়ক রায় চৌধুরী | প্রধান নির্বাহী কর্মকর্তা | নভেম্বর ২০১৮ - বর্তমান |
মোহাম্মদ বদরুল হক | প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) | সেপ্টেম্বর ২০১৮ - নভেম্বর ২০১৮ |
জাকারিয়া | প্রধান নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব ) | অগাস্ট ২০১৮ - সেপ্টেম্বর ২০১৮ |
এ জেড এম নুরুল হক | প্রধান নির্বাহী কর্মকর্তা | এপ্রিল ২০১৮ - অগাস্ট ২০১৮ |
জনাব এনামুল হাবীব | প্রধান নির্বাহী কর্মকর্তা | ১৯/০২/২০১৪ - ২৮/০২/২০১৮ |
মমতাজ বেগম (উপ-সচিব) (ভারপ্রাপ্ত) | প্রধান নির্বাহী কর্মকর্তা | ৩১/১২/২০১৩ - ০৯/০২/২০১৪ |
জনাব মেহেদী হাসান (যুগ্ম-সচিব) | প্রধান নির্বাহী কর্মকর্তা | ২২/১১/২০১০ - ৩১/১২/২০১৩ |
জনাব মেহেদী হাসান (উপ-সচিব) | প্রধান নির্বাহী কর্মকর্তা | ১৪/০২/২০১০ - ২১/১১/২০১০ |
জবান হারুন-অর-রশিদ মোল্লা (ভারপ্রাপ্ত) | প্রধান নির্বাহী কর্মকর্তা | ২১/০৫/২০০৯ - ১৪/০২/২০১০ |
জনাব কাজী আব্দুল নূর (উপ-সচিব) | প্রধান নির্বাহী কর্মকর্তা | ২৬/১২/২০০৬ - ২১/০৫/২০০৯ |
জনাব মোঃ আবুল কাশেম (উপ-সচিব) | প্রধান নির্বাহী কর্মকর্তা | ২৮/১০/২০০৩ - ০৩/০১/২০০৭ |
জনাব মোঃ আবুল হাসেম | প্রধান নির্বাহী কর্মকর্তা | ২৮/০৭/২০০৩ - ২৭/০৯/২০০৩ |