Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মে ২০২৩

সিসিক মেয়রের সাথে মতবিনিময় করেছেন প্রবাসী কমিউনিটি নেতা মো. শাহ আলম


প্রকাশন তারিখ : 2023-05-15

সিসিক মেয়রের সাথে মতবিনিময় করেছেন প্রবাসী কমিউনিটি নেতা মো. শাহ আলম

 

 

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে  মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘সিলেট কমিউনিটি ক্লাব অষ্ট্রেলিয়া ইনক’ এর সভাপতি, প্রবাসী কমিউনিটি নেতা মো. শাহ আলম। 

সোমবার (১৫ মে ২০২৩) দুপুরে নগর ভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাতের সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দেশের উন্নয়ন রেমিটেন্স পাঠিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অষ্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারি প্রবাসীদের মতো অষ্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিরাও কষ্ঠার্জিত অর্থ দেশে পাঠান।  বিশেষ করে সিলেটের প্রবাসি অষ্ট্রেলিয়া প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করেন তিনি। 

সভায় ‘সিলেট কমিউনিটি ক্লাব অষ্ট্রেলিয়া ইনক’ এর সভাপতি, প্রবাসী কমিউনিটি নেতা মো. শাহ আলমকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সিসিক মেয়র। 

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রশাসনিক কর্তকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, মেয়রের সহকারী একান্ত সচিব সুহেল আহমদ প্রমুখ।