Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ ডিসেম্বর ২০২০

নগরীর ৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কাজ পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে স্থাপনা নির্মান পরিকল্পিত নগর গড়ার অন্তরায়


প্রকাশন তারিখ : 2020-10-09

 

বিল্ডিং কোড না মেনে স্থাপনা নির্মান পরিকল্পিত নগর গড়ার অন্তরায়- বলেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিক মেয়র বলেন, এ অঞ্চলের প্রাকৃতিক গঠন আর ভৌগলিক অবস্থানের কারণে ভুমিকম্পের ‘রেড জোন’ হিসেবে পরিচিত। এর জন্য আমাদের বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। সবাইকে সরকার নির্দেশিত ‘বিল্ডিং কোড’ মেনে স্থাপনা নির্মান করতে হবে।

বিল্ডিং কোড অনুযায়ী স্থাপনার সামনে খোলা স্থান ও সীমানা প্রাচীর থেকে প্রয়োজনীয় পরিমান জায়গা রেখে স্থাপনা নির্মান করতে নগরবাসির প্রতি আহবানও জানান সিসিক মেয়র।

শুক্রবার (৯ অক্টোবর ২০২০) সকালে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের ‍উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় বিল্ডিং কোড অমান্য করায় কাজলশাহ এলাকার নির্মানাধিন একটি ভবনের অবৈধ অংশ আংশিক অপসারণ করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এর আগে সিটি করপোরেশনের ৩ ওয়ার্ডের ছোট-বড় ছড়া/খালের অবৈধ দখল উচ্ছেদ ও সংরক্ষনের কাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এ লায়েক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী ও সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।


Share with :

Facebook Facebook