Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ ডিসেম্বর ২০২০

করোনা থেকে সুস্থ্য হলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী


প্রকাশন তারিখ : 2020-09-22

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী করোনা করোনা থেকে সুস্থ্য হয়েছেন। আজ (২২ সেপ্টেম্বর ২০২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া তথ্য নিশ্চিত হওয়ার গেছে তিনি করোনা নেগিটিভ।

মঙ্গলবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরী চিকিৎসকের পরামর্শে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সেম্পল দেন। রাত ৯টার দিকে ল্যাব সুত্রে নিশ্চিত হন তিনি করোনা নেগিটিভ।

বর্তমানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সুস্থ্য আছেন। তিনি সুস্থ্য হয়ে উঠায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। তাঁর সুস্থতা ও রোগমুক্তি কামনায় যারা দোয়া-প্রার্থনা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ২০২০ ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মেয়র আরিফুল হক চৌধুরীর করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি নিজ বাসা আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।


Share with :

Facebook Facebook